• ঢাকা
  • সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কাপ্তাই বাঁধ খুলছে রাতে ; সতর্কতা জারি 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪৪ পিএম;
কাপ্তাই, বাঁধ, খুলছে, রাতে,  সতর্কতা, জারি ,
কাপ্তাই বাঁধ খুলছে রাতে ; সতর্কতা জারি 
 
চট্টগ্রাম প্রতিনিধি  কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র হাইড্রো ইলেক্ট্রিক পাওয়ার প্লান্ট এর ১৬টি স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এ জন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে কাপ্তাইয়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানি না ছাড়ার কারণে৷দ্রুত সময়ের মধ্যে পানি ছেড়ে না দিলে তৎসংলগ্ন স্থানগুলি ভরাডুবি হবার সম্ভাবনা বাড়ছে৷ এরই প্রেক্ষিতে আজ একটি নোটিশ জারি করে কর্তৃপক্ষ, যেখানে বলা হয়েছে কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার ২টা পর্যন্ত পানি ১০৭ দশমিক ৬৩ ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি ১০৮ ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১৬টি গেটের ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে। 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
এর ফলে, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কর্ণফুলীর স্রোত আর ও বাড়বে ও রাউজান, রাঙ্গুনিয়ার মতো নিম্নাঞ্চল গুলো খানিক প্লাবিত হতে পারে৷ তবে ওসব অঞ্চলে বন্যার সম্ভাবনা আপাতত থাকছে না বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা | অন্যদিকে, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্রে দৈনিক পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যা অন্যান্য সময়ের চেয়ে রেকর্ডসম বৃদ্ধি৷ 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে, এখানে গড়ে উঠেছে নয়নভিরাম নানা পর্যটন স্থাপনা৷ রাঙামাটির বেশিরভাগ পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, এই লেককে কেন্দ্র করে৷ তাই এর রক্ষণাবেক্ষণ ও ব্যাবস্থাপনা দেশের পর্যটন শিল্পের জন্য অতীব জরুরি৷ 
.

ডে-নাইট-নিউজ / প্রকৌশলী আসিফ আলম

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ